YPTRC RESULT 2022

YPTRC RESULT 2022


প্রকাশিত হল সার্কেল (CIRCLE) আয়োজিত মেধা পরীক্ষা YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE এর ফল। গত ৬ই নভেম্বর ২০২২ জেলার দশটি সেন্টারে আয়োজিত হয় এই পরীক্ষা। এই পরীক্ষার ফল প্রকাশিত হল আজ। একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষিত হয়। ফল ঘোষনা করেন এবছরের পরীক্ষার মুখ্য পরিচালক আব্দুল রফিক এবং সহ পরিচালক দীপক বর্মন। প্রেস কনফারেন্সের দুই ঘন্টা পর সকল পরীক্ষার্থীদের ফল জানা যাবে বলে জানিয়েছে সংস্থা।




সহ পরিচালক দীপক বর্মন বলেন, এদিন প্রেস কনফারেন্সের সূচনায় পরিচালক আব্দুল রফিক বলেন, সকলকে শুভেচ্ছা। আজ ২৮শে এপ্রিল, ২০২৩, শুক্রবার CIRCLE আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE, মেধা পরীক্ষার ফল প্রকাশের জন্য আজকের এই প্রেস কনফারেন্স। আজকে দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষনা করা হল। ২০২২-এর পরীক্ষায় দশম শ্রেণির শ্রেণি মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৮৯ জন এবং দ্বাদশ শ্রেণির মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৪৩ জন। এখানে প্রত্যেকটি শ্রেণির প্রথম পাঁচ জনের নাম উল্লেখ করবো। বাকিরা প্রেস কনফারেন্স শেষের কিছু পরেই ফল জানতে পারবেন‌।



এই পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই এই পরীক্ষা শুভরাম্ভের উদ্যোক্তা CIRCLE সংস্থার CHIEF EXECUTIVE OFFICER ও MANAGING DIRECTOR আরিফ হোসেন মহাশয়কে। সকল শিক্ষক, শিক্ষিকা, এক্সটার্নাল অফিসার, সেন্টার ইন চার্জ ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য সকলের পাশাপাশি ফ্লাইং অফিসার মহাশয়দেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রকাশ করতে চলেছি দশম ও দ্বাদশ শ্রেণির কৃতি পাঁচ পরীক্ষার্থীর নাম:

TOP 5 RANK LIST – YPTRC 2022

CLASS: X

FN

RN

NAME

FATHERS NAME

CENTRE NAME

MARKS

%

RANK

222786

310041

JAYDEEP ROY

DIPANKAR ROY

SABUJPALLY HIGH SCHOOL

116

77.333

1

222808

310044

PUSPITA ROY

HIMANGSHU KUMAR ROY

SABUJPALLY HIGH SCHOOL

101

67.333

2

222610

410028

ANUPAM BARMAN

ATUL CHANDRA BARMAN

SAHEBGANJ HIGH SCHOOL

100

66.667

3

222688

410029

RAKTIM SARKAR

RANJIT SARKAR

SAHEBGANJ HIGH SCHOOL

100

66.667

3

222704

410014

REJAUL ISLAM

RAFIQUL ISLAM

SAHEBGANJ HIGH SCHOOL

97

64.667

4

220323

110020

RASIF RAHAMAN

FAJLUL RAHAMAN

OKRABARI A.B. HIGH SCHOOL

96

64

5

CLASS XII

FN

RN

NAME

FATHERS NAME

CENTRE NAME

MARKS

%

RANK

220435

312016

SANJAY RAY

MANORANJAN RAY

SABUJPALLY HIGH SCHOOL

116

77.333

1

222822

312010

BEBI KARMAKAR

BIPLAB KARMAKAR

SABUJPALLY HIGH SCHOOL

113

75.333

2

222596

212001

CHHOHANI PARVIN

JAHANGIR ALOM

DINHATA SONIDEBI JAIN HIGH SCHOOL

112

74.667

3

222820

312011

RIZA DEB

SUJIT DEB

SABUJPALLY HIGH SCHOOL

111

74

4

221800

812036

ARCHANA BARMAN

ARABINDA BARMAN

CHAMTA ADARSHA HIGH SCHOOL

110

73.333

5



সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আমাদের পাশে থাকবেন এই আশা রাখি। আজ দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হল। গত ১৬ই জানুয়ারি ২০২৩ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ফল প্রকাশ করা হয়েছে। নবম ও একাদশ শ্রেণির ফল প্রকাশ ৬ই মে ২০২৩-এ প্রকাশিত হবে।