দুই যুবতীর কর্মকান্ডে ক্ষিপ্ত নেটিজেন, চরম শাস্তির দাবী স্যোসাল মিডিয়া জুড়ে


two young lady
ছবি ঃ ভিডিও থেকে নেওয়া 



নৈতিক শিক্ষার অবক্ষয়ের রূপ স্যোশাল মিডিয়ায় বার বার ধরা পড়ছে। কখনও শিক্ষা প্রতিষ্ঠানে অশ্লীল নাচ, কুরুচিপূর্ণ কথাবার্তা সুস্হ শিক্ষা ও সমাজের পরিপন্থী হয়ে উঠছে। এবারে দেখা গেল দুই যুবতীকে, তারা হাতে সিগারেট নিয়ে ভারতের জাতীয় সংগীতকে বিকৃত করে গাইছে। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। অনেকে ঐ দুই তরুণীকে গ্রেপ্তারের দাবি তুলছেন।


যদিও এখনও পর্যন্ত ওই দুই তরুণীর পরিচয় জানা যায়নি। তবে নিন্দার ঝড় সর্বত্র।


নেটিজেনরা বলছেন- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন গন মন অধিনায়ক জয় হে, ভারতবর্ষের জাতীয় সংগীত যা আমাদের গর্বের, আমাদের ঐতিহ্যের। অথচ তাকে অবমাননা করার সাহস কী করে হয় এই দুই তরুণীর।


ভিডিওতে দেখা যাচ্ছে বেসুরো ভাবে দুই যুবতী জাতীয় সংগীত গাইছে আর অট্টহাসিতে ফেটে পড়ছে, সেই যুবতীদের হাতে সিগারেট নিয়ে বিশ্রি রকমের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে ভিডিওটিতে।


ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘুরছে সেই ভিডিও। আর সকলেই এই দুই তরুণীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ।