LSG VS SRH IPL 2023: ২৪ বল বাকি থাকতেই হায়দ্রাবাদকে হারিয়ে জয় ছিনিয়ে নিল লখনউ

LSG VS SRH




নিজেদের ঘরের মাঠে ফের জয় পেল লখনউ। এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্ট। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। সেই লক্ষ্যে পৌঁছাতে ১৬ ওভার খরচ করে লখনউ। ২৪ বল বাকি থাকতেই টি নটরাজনের এই ওভারের শেষ বলে ছক্কা মেরে লখনউ-এর জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান। নিকোলাস পুরান ৬ বলে অপরাজিত ১১ রান করেন অন্যদিকে মার্কাস স্টোইনিস ১৩ বলে অপরাজিত ১০ রান করেন।



টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের নতুন ক্যাপ্টেন এইডেন মার্করাম। ২১ রানে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। তৃতীয় ওভারের পঞ্চম বলে সাত বলে ৮ রান করে ক্রুণাল পান্ডিয়ার বলে স্টোইনিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক আগরওয়াল। ক্রুনালের দ্বিতীয় শিকারে ২৬ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন আনমোলপ্রীত সিং। ৫০ রানে তৃতীয় উইকেট তোলে লখনউ। বোল্ড হন SRH-এর অধিনায়ক মার্করাম। চার বলে তিন রান করে রবি বিষ্ণোই-এর বলে স্টাম্প আউট হলেন হ্যারি ব্রুক। ১৯ তম ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন অমিত মিশ্র। অবশেষে ২০ ওভারে ১২১ রান তোলে হায়দরাবাদ। 



ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ৩৫ রানে প্রথম উইকেট হারাল লখনউ।  সাজঘরে ফেরেন মায়ার্স। ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন হুডা। ৩৪ রান করে সাজঘরে ফিরলেন ক্রুণাল। ১০০ রানে ৩ উইকেট হারাল লখনউ। এরপরে ফেরেন রাহুল। ৩১ বলে ৩৫ রান করলেন রাহুল। রশিদের বলে LBW হলেন লখনউ ক্যাপ্টেন। রাহুলের পরে ব্যাট করতে এসে শূন্য রানে সাজঘরে ফেরেন রোমারিও। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ছক্কা মেরে লখনউ-এর জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান।