Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই তৃণমূল কর্মী, পথ অবরোধ দিনহাটায়

ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই তৃণমূল কর্মী, পথ অবরোধ দিনহাটায়  

tmc worker



দিনহাটা:

দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় আহত দুইজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভেটাগুড়ি বাজারে। আহতরা হলেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন। ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল কর্মীরা।

তৃণমূলের এক কর্মী জানান, এদিন বাজারে হঠাৎ করে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের হামলায় আহত হয় তাদের দুই কর্মী। নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভেটাগুড়ির এই ঘটনার পর দিনহাটায় তৃণমূল কর্মী সমর্থকরা দিনহাটা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code