মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়কের!

arijit singh



শিলিগুড়ি: গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। 

শুধু শহর শিলিগুড়িই নয়, নানা জায়গা থেকে প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আসছেন অরিজিতের ফ্যানরা। ফের বাংলায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। 

আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন অরিজিৎ। কিন্তু তার আগেই হই হই কাণ্ড রেলস্টেশনে।গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। 

শুধু শহর শিলিগুড়িই নয়, পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আজ শিলিগুড়ি আসছেন অরিজিতের ফ্যানরা।শহরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে পুলিশ।

আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে প্রহর গুনছে সঙ্গীতপ্রেমীরা। অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টকে ঘিরে কেবল উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য-সহ সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে। আজ ৪ঠা এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হয়েছে অরিজিতের শো।