সুখবর, এখনি Download করুন TET Pass Certificate

TET Pass Certificate



আদালতের নির্দেশে অবশেষে মিলছে ২০১৪ টেট পাশ সার্টিফিকেট ( TET Pass Certificate )। আজ বিকেল ৪টা থেকেই ২০১৪ টেট পাস সার্টিফিকেট ডাউনলোড (TET Pass Certificate) করা যাচ্ছে।

যারা ৩০-০৫-২০২২ থেকে ১৬-০৩-২০২৩ এর মধ্যে ২০১৪ টেট পাশ সার্টিফিকেটের (TET Pass Certificate) জন্য আবেদন করে ছিলেন তারা আজ থেকেই ডাউনলোড (Downolad) করতে পারবেন।

আদালতের নির্দেশে যারা ৮২ পেয়ে টেট পাশ করেছেন তারাও শীঘ্রই ২০১৪ টেট পাশ সার্টিটের জন্য অনলাইন আবেদনের সুযোগ পাবেন এবং পরবর্তীতে তারাও সার্টিফিকেট (TET Pass Certificate) ডাউনলোড (Downolad) করতে পারবেন।

তবে জানা গিয়েছে এখনও অনেক প্রার্থী ২০১৪ টেট পাশ সার্টিফিকেটের জন্য আবেদন করেননি,তাদের ফের অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হবে এবং পরবর্তীতে তারাও সার্টিফিকেট পাবেন।


TET Pass Certificate



নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাওনলোড করুন আপনার টেট সার্টিফিকেট-