উচ্ছেদ অভিযান করতে গিয়ে বড়সর বিপত্তি, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন


উচ্ছেদ অভিযান



আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করা হলো। চালানো হলো বুলডোজার। সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ ভাবে দোকান এবং গুমটি ভেঙে গুড়িয়ে ফেলা হলো আজ। এরই মাঝে ঘটলো বড়সর বিপত্তি, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন।

এদিন আসানসোল গীৰ্জা মোড় থেকে শুরু করে বি এন আর পর্যন্ত এই অভিযান চানালো হবে বলে যানা যায়। এর আগে এই অবৈধ ভাবে সরকারি জমিতে গড়ে ওঠা দোকানদার দের সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় এবং সেই মত আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় শুক্রবার।

আসানসোলের পৌর নিগমের উদ্যোগে বেআইনি দোকান পাট উচ্ছেদ করার সময় ইলেকট্রিক শর্ট সার্কিট হয়। প্রায় গোটা দশটি দোকানে আগুন লেগে যায়।

জি টি রোডের উপরে সেনটেনশন স্কুলের বিপরীতে যে দোকান রয়েছে সেই দোকানে আগুন লাগে।অভিযোগ বিদ্যুৎ বন্ধ না করে ভাঙচুর চালায় আসানসোল কর্পোরেশনের লোকজন তাই এই বিপদ।