Raj Bhavan : সাধারণ মানুষের জন্য খুলবে রাজভবনের দরজা ! পালিত হবে নববর্ষ উৎসব

rajbhaban



রাজভবনে এবার পালিত হবে ‘নববর্ষ’ উৎসব। সেইসাথে ওই দিন থেকেই সাধারণ মানুষের জন‌্য খুলে যাবে রাজভবনের দ্বার। করা যাবে ‘হেরিটেজ ওয়াক’। রাজভবন ঘুরে দেখবে সাধারণ জনগন। এককথায় রাজভবন হয়ে উঠবে জন-রাজভবন। 

ইতিমধ্যেই নববর্ষ পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানের প্রস্তুতিও তুঙ্গে। ওইদিন বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক তুলে আনা হবে রাজভবনে। রাজভবনের ভিতরে বিভিন্ন দুর্লভ জিনিস দেখতে পাবে সাধারণ মানুষ৷ তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানা গিয়েছে, ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন হেরিটেজ ওয়াকের জন্য। আগামী শনিবার রাজভবনের বিভিন্ন ঘর ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। রাজভবনের ভিতরকার সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার, বাগান, ইত‌্যাদি দেখা যাবে। তবে, নিরাপত্তার কারণে রাজভবনের কয়েকটি জায়গায় সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না।

আমন্ত্রিত অতিথিদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করছে রাজভবন। সূত্রের খবর, রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ও। তবে তা এখনও চূড়ান্ত নয়।