কালি শেষ হলে তৈরি হবে একটি গাছের চারা -সাড়া ফেলেছে পরিবেশ বান্ধব কলম ও পেন্সিল
ভারতে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার কারন পরিবেশ দূষণ জনিত অসুখবিসুখ। কিন্তু ক্রমশই সারা বিশ্বকে প্লাস্টিক গ্রাস করে নিচ্ছে। এই প্লাস্টিকের কারণে মৃত্যু হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী থেকে শুরু করে স্থলজ প্রানীরও। তাই স্বাভাবিকভাবেই ভারসাম্য বিঘ্নিত হচ্ছে পরিবেশের। তবুও মানুষ সচেতন না হয়ে এখনও পর্যন্ত ব্যবহার করে চলছে প্লাস্টিক। শুধু তাই নয় অযথাই গাছ কেটে ফেলে দিয়ে তৈরি করছে দালান কোঠা। তার জন্য পরিবেশের ভারসাম্য সঠিক থাকছে না, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তাই গাছের মর্যাদা না বুঝতে পেরে এখন অল্প গরমেই মধ্যেই মানুষ অসহ্য হয়ে পড়ছে। বিকল্প হিসেবে বেছে নিচ্ছে এসি অথবা ফ্যান এতে মানুষের শরীরের আরও রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে।
সাধারণ মানুষের কথা মাথা রেখে নিত্য প্রয়োজনে দরকার পড়ে যেমন কলম অথবা কাঠ পেন্সিল- এই দুটি জিনিস। পরিবেশের কথা ভেবে তৈরি করা হয়েছে এই পরিবেশবান্ধব কলম এবং পেন্সিল। যা তৈরি হচ্ছে পরিবেশের বান্ধব জিনিস দিয়ে। এতে রয়েছে এমন এক জিনিস যাতে পরিবেশকে এগিয়ে নিয়ে যেতে পারে দূষণমুক্ত করতে পারে।
কিভাবে তৈরি হচ্ছে এই কলম? এই কলম পুরোপুরি পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি হচ্ছে এবং এই পেনের কালি শেষ হলে তৈরি হবে একটি "গাছের চারা"। কারণ সেই কলমের মাথায় বিভিন্ন ধরনের গাছের বীজ রয়েছে যা মাটিতে পুতে দিলে তৈরি করবে নতুন করে চারা গাছ। এই কলমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফল বিভিন্ন সবজির বীজ। বিক্রয় হচ্ছে মাত্র কুড়ি টাকা দরে এবং সেই কিনতেই পরিবেশ প্রেমীরা ও সাধারণ মানুষেরা ব্যস্ত হয়ে পড়েছে।
দীপান্বিতা দেবনাথ তিনি একজন উদ্ভিদবিদ্যার ছাত্রীয এবং তিনি পরিবেশকে ভালো বাসেন সেই কারণে তিনি এই পেনের বিক্রয় করার উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়িতে । দীপান্বিতা জানান, এই কলম তৈরি করছেন মূলত দুস্থ পরিবারের মানুষরা, কলম বিক্রির টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে, ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা করবে এই কলম তেমনি অনেক দুস্থ পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊