ইসরোর শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল বীরপাড়ার মুসকান
রাহুল দেব বর্মণ, বীরপাড়া: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর (ISRO) মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল বীরপাড়ার মেয়ে মুসকান চৌধুরী (Muskan Chowdhury)।
দিনবাজারের বাসিন্দা ওমপ্রকাশ চৌধুরীর মেয়ে মুসকান জটেশ্বরের মর্নিং স্টার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ১৪ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে মুসকান (Muskan Chowdhury)। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ২৭ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে সে। এ খবরে খুশি বীরপাড়ার মানুষ।
মুসকানের বাবা ওমপ্রকাশ একজন ব্যবসায়ী। মা সীমাদেবী চৌধুরী গৃহবধূ।
মুসকান (Muskan Chowdhury) জানায়, ছোটবেলা থেকেই তাঁর মহাকাশ ভালো লাগে। ভবিষ্যতে তাঁর লক্ষ্য মহাকাশ বিজ্ঞানী হওয়া। স্বপ্নের পেছনে ছুটতে তাঁকে বরাবর অনুপ্রেরণা দিয়ে চলেছেন ওই বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক রাজদীপ শীল। শিবিরে (ISRO) যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে তাঁকে।
মুসকান (Muskan Chowdhury) জানায়, চলতি মাসের ৩ তারিখ দু'টি রাউন্ডে ওই পরীক্ষা হয়। ১০ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে মুসকান।
বাবা ওমপ্রকাশ বলেন, ‘মেয়ের স্বপ্ন পূরণে আপ্রাণ চেষ্টা করব।‘ মুসকানের (Muskan Chowdhury) সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারাও।
বীরপাড়ার অলোক মৈত্রর কথায়, ‘আমরা চাই, মুসকানের স্বপ্ন সফল হোক।‘
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊