Latest News

6/recent/ticker-posts

Ad Code

MS Dhoni : চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে আইপিএল এ ধোনির ২০০ তম ম্যাচ

IPL 2023: শেষ ওভারে ক্রিজে ধোনি, তবুও শেষ রক্ষা হলো না চেন্নাইয়ের

dhoni


চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে আইপিএল এ ধোনির ২০০ তম ম্যাচ। ম্যাচের আগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। যদিও রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে মাত্র ৩ রানে হার স্বীকার করতে হলো ধোনির চেন্নাই সুপার কিংসকে।


প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করে। দলের হয়ে ভালো রান পান জস বাটলার (৩৬ বলে ৫২) দেবদূত পারিক্কাল (২৬ বলে ৩৮), শিমরন হেটমেয়ার (১৮ বলে অপরাজিত ৩০) এবং আর অশ্বিন (২২ বলে ৩০)।


চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে এবং আকাশ সিং।


১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রুতুরাজ (১০ বলে ৮) আউট হলেও ভালো রান পান ডেভন কনওয়ে (৩৮ বলে ৫০) এবং অজিঙ্কা রাহানে (১৯ বলে ৩১)। এরপর শিবম দুবে (৮), মঈন আলি (৭) দ্রুত ফিরে গেলেও ম্যাচ বের করে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন ধোনি এবং জাদেজা। 


শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার। পরপর দুটি ওয়াইড এর পর ধোনি পরপর ২টি ছয় মারলেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা থেকে ৩ রান দূরে থেমে জয় তাদের দৌড়। ধোনি ১৭ বলে ৩২ এবং জাদেজা জাদেজা ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থেকে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code