India Book of Records: সমাজ সেবায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুললেন ড. অজয় মন্ডল
দিনহাটা :
প্রায় ১৬ বছর ধরে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে ইতিমধ্যে একাধিক সম্মান পেয়েছেন। আবারও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records) এ নাম তুললেন ড. অজয় মন্ডল।
এ বিষয়ে ড. অজয় মন্ডল জানান যেকোনো পুরস্কার মন ভালো করে দেয়। এই পুরস্কার তাঁর একার নয়, ২০০৭ থেকে এখনও পর্যন্ত সমাজ সেবার কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পাশে থেকে উৎসাহ দিয়ে গেছে তাদের সকলের। সর্বোপরি তিনি তার অর্ধাঙ্গিনী না থাকলে এই সমাজ সেবার কাজ করতে পারতেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, উত্তর বঙ্গের একাধিক জায়গায় যেখানেই কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় হয় দুর্দশা গ্রস্ত মানুষদের পাশে দেবদূতের মতো আবির্ভাব হতে দেখা যায় ড. অজয় মন্ডল কে। বিনা পয়সায় চিকিৎসা, দুস্থ দের খাবার বিতরণ, কোভিড ১৯ পরিস্হিতিতে মানুষের পাশে একাধিক দাড়াতে বার বার দেখা যায় ড. অজয় মন্ডলকে। এর বিনিময়ে তিনি পেয়েছেন অনেক ভালোবাসা, সম্মাননা। এবারে তিনি নাম লেখালেন" ইন্ডিয়া বুক অফ রেকর্ডস " এ।
তাঁর এই সাফল্যের মুকুটে আর একটা পালক যোগে আনন্দিত তার সমাজসেবা মূলক কাজে নিযুক্ত গোটা টিম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊