গোরু পাচারের সঙ্গে যুক্ত কুলটির বিধায়ক ও তার ছেলে এবং এক বিজেপি সদস্য! তুলকালাম ভাইরাল অডিও নিয়ে 

cow


গোরু পাচারের সঙ্গে যুক্ত কুলটির বিধায়ক ও তার ছেলে এবং এক বিজেপি সদস্য।একদিনের কাটমানি চল্লিশ হাজার টাকা। এমনি দুই বিজেপি মন্ডল সভাপতির ফোনের মাধ্যমে প্রায় চার মিনিটের বেশি কথোপকথনের এক অডিও ভাইরাল হয় মঙ্গলবার দিন। আর তারপরেই শোরগোল পড়ে আসানসোল জুড়ে। তবে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি আমরা।

জানা যায় স্যোশাল মিডিয়ার দ্বারা অডিও ক্লিপ ভাইরাল হয়।তবে এই অডিও ক্লিপের মধ্যে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির দুই নেতা কাঞ্চন সিনহা ও বিভাস সিং। তারা অভিযোগ করে কুলটি বরাকর এলাকায় প্রতিদিন গোরু পাচারের কাজ চলছে,আর তারই প্রোটেকশন মানি রূপে রাজুর দ্বারা প্রতিদিন চল্লিশ হাজার টাকা কাটমানি নিচ্ছে বিজেপি নেতা তথা কুলটি বিধায়কের পুত্র কেশব পোদ্দার।



এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই বিজেপির দুই নেতা কাঞ্চন সিনহা ও বিভাস সিংকে শোকজ করে জবাব চান বিজেপির জেলা সভাপতি দিলীপ দে। তাছাড়া ওই অডিও ক্লিপের তদন্ত শুরু করেছে বিজেপি।

দিলীপ দে জানিয়েছেন যদি এই অডিও সত্যি হয় তবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে এই অভিযোগ অস্বীকার করেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও তার পুত্র কেশব পোদ্দার এবং বিজেপি সদস্য রাজু নামক ওই ব্যাক্তি। তারা এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয়নি। 

কিন্তু এই ঘটনাকে ঘিরে শাসক দলের নেত্রী ইন্দ্রানী মিশ্র বলেন এই অডিও আমরা শুনেছি তবে আমরাও চাই এই অডিও ক্লিপের তদন্ত করে মানুষের সামনে আনা উচিত। কারণ এই অভিযোগ আমরা করেনি করছে ওদের দলের সদস্যরা।