IPL 2023 CSK vs MI: বাইশগজে রাহানের দাপট, ৭ উইকেটে মুম্বাইকে হারালো চেন্নাই

CSK vs MI

বাইশগজে রাহানের দাপটে দুরন্ত জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে টস জিতে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের।



ইশান কিষাণকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দীপক চাহার। ৩.৬ ওভারে তুষারের বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে ১৩ বলে ২১ রান করেন রোহিত। ২১ বলে ৩২ রান করে ৬.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ডোয়েন প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৭.২ ওভারে মিচেল স্যান্টনারের বলে ধোনির দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার যাদব। ২ বলে ১ করেই ফেরেন যাদব। ১১ বলে ১২ রান করে জাদেজার বলে ফেরেন গ্রিন। ৯.১ ওভারে স্যান্টনারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আর্শাদ খান। ৪ বলে ২ রান করেন তিনি। মুম্বই ৭৬ রানে ৫ উইকেট হারায়। ১৮ বলে ২২ রান করে ১২.৬ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিলক বর্মা। ১৫.৬ ওভারে সিসান্দা মাগালার বলে ত্রিস্তান স্টাবসের ক্যাচ ধরেন রুতুরাজ গায়কোয়াড়। ১০ বলে ৫ রান করেন স্টাবস। ১৬.১ ওভারে তুষার দেশপান্ডের বলে টিম ডেভিডের ক্যাচ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৮ রান করে নট-আউট থাকেন হৃত্বিক। ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন চাওলা।


জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ১ উইকেট হারায়। প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কনওয়ে। মাঠে নামেন রাহানে। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা রাহানে। চলতি আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি। ২৭ বলে ৬১ রান করে ৭.৬ ওভারে পীযূষ চাওলার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১৪.২ ওভারে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিবম দুবে। ২৬ বলে ২৮ রান করেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ৮ উইকেটে ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।