Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2023: সাই সুদর্শনের অপরাজিত অর্ধশতরানে টানা দ্বিতীয় জয় Gujarat Titans এর

IPL 2023: সাই সুদর্শনের অপরাজিত অর্ধশতরানে টানা দ্বিতীয় জয় গুজরাটের

IPL 2023




প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল হার্দিক পা গুজরাট টাইটানস। নিজেদের দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধরা অব্যাহত রেখে দিল্লিকে পরাজিত করলো তারা।




প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে। শুরুতে পৃথ্বী শা (৭) এবং মিশেল মার্শ (৪) দ্রুত ফিরে গেলে ডেভিড ওয়ার্নার এর সাথে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তোলেন সরফরাজ খান (৩০)। ওয়ার্নার ৩২ বলে ৩৭ রান করে আউট হওয়ার পর অক্ষর প্যাটেল (২২ বলে ৩৬) এবং বাংলার অভিষেক পোড়েল (১১ বলে ২০) এর সৌজন্যে গুজরাট এর সামনে ১৬৩ রানের টার্গেট রাখে দিল্লি।




গুজরাটের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি এবং রশিদ খান। ২টি উইকেট পেয়েছেন আলঝারী জোসেফ।




জবাবে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। উভয়েই ব্যক্তিগত ১৪ রান করে এনরিক নর্টজে এর শিকার হন। এরপর অধিনায়ক হার্দিক (৫) দ্রুত ফিরে গেলেও বিজয়শঙ্কর (২৯) এবং ডেভিড মিলার (১৬ বলে অপরাজিত ৩১) দের নিয়ে ১৮.১ ওভারেই ম্যাচ বের করে আনেন সাই সুদর্শন। তিনি ২টি ছয় ও ৪টি চারের সাহায্যে ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code