Heat Wave : বাংলা-সহ নয় রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি IMD-এর

Heat Waves



বাংলা সহ নয় রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করলো IMD। ভারতের আবহাওয়া বিভাগ ( India Meteorological Department ) সোমবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।



বাংলায় কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা এখনি নেই বলে জানা গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। লু এর সম্ভাবনার কথাও জানা গেছে। তবে উপকূলবর্তী জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত।



আইএমডি-র আধিকারিক নরেশ কুমার জানান, উত্তর-পশ্চিম ভারতের সমতল অঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশ ও পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। IMD জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।



এদিকে পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান তিনি।