Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিষেক কোচবিহার ছাড়তে না ছাড়তেই গোষ্ঠীকোন্দলে গুরুতর আহত ৬ তৃণমূল কর্মী

অভিষেক কোচবিহার ছাড়তে না ছাড়তেই গোষ্ঠীকোন্দলে গুরুতর আহত ৬ তৃণমূল কর্মী

dinhata

অভিষেক কোচবিহার ছাড়তে না ছাড়তেই গিতালদহ ভোরাম পয়েস্তিতে শাসক দলের গোষ্ঠীকোন্দলে গুরুতর আহত ৬ তৃণমূল কর্মী। 

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য দিলদারের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় জহীর আলী নামের অপর তৃণমূল গোষ্ঠীর সদস্যরা। 

এই ঘটনায় এক তৃণমূল কর্মী সহ তার পরিবারের আরও ৫ অর্থাৎ মোট ৬ তৃনমূল কর্মী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ তৃনমূল কর্মী সইদুল হক, রফিকুল হক,মহিদুল হক, রাহুল হক, জমসের আলী,রবিউল হককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 

তবে রফিকুল হক নামের গুরুতর আহত তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কা জনক হয় তাকে কোচবিহারে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

উল্লেখ্য  আজই কোচবিহার থেকে আলিপুরদুয়ার এ গিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার এই সফর শেষ হওয়ার মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় আবার শিরোনামে উঠে আসলো গিতালদহের ভোরাম পয়েস্তি এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code