Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিপদজনক বিস্ফোরক পাচার করার আগেই অতর্কিতে অভিযান চালিয়ে বড় সফলতা পুলিশের

বিপদজনক বিস্ফোরক পাচার করার আগেই অতর্কিতে অভিযান চালিয়ে বড় সফলতা পুলিশের


ditonetor




রবিবার দুপুরে রানীগঞ্জ থানার পুলিশ অতর্কিতে অভিযান চালিয়ে পেল বড় সফলতা। রানীগঞ্জ থানার বাদাম বাগান, পুরাতন এগারা এলাকা দিয়ে এক ব্যক্তি লুকিয়ে বিপদজনক বিস্ফোরক পাচার করার আগেই অতর্কিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ করতেই পেল বড় সফলতা।

ditonetor

জানা গেছে ধৃত ওই ব্যক্তির কাছে প্রায় ৯০ টি ডিটনেটার ও জিলোটিন স্টিক ছিল, যা পাচার হওয়ার আগেই উদ্ধার করল পুলিশ।

এই ঘটনায় ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে ধৃত ওই ব্যক্তি বছর ৩৮ এর কিষান বাউরী, বাঁকুড়া জেলার, মেজিয়া থানা এলাকার, ভুলুই গ্রামের বাসিন্দা ছিল।

ditonetor


ধৃত ওই ব্যক্তিকে পুলিশ সোমবার আসানসোল জেলা আদালতে তোলে। আগামীতে পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃত এই ব্যক্তিকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে জিজ্ঞাসা বাদ করা হলে সে এই বিস্ফোরক নিয়ে যাওয়ার কথা স্বীকার করে তার দাবি এটি স্থানীয় এলাকায় সরবরাহ করার জন্য সে নিয়ে যাচ্ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code