Latest News

6/recent/ticker-posts

Ad Code

অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ক‍্যুরিয়ার ডেলিভারি সংস্থার ট্রেলার

অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ক‍্যুরিয়ার ডেলিভারি সংস্থার ট্রেলার

truck



আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দুনম্বর জাতীয় সড়কের চৌরাঙ্গি ওভার ব্রিজের ওপর একটি ক‍্যুরিয়ার ডেলিভারি সংস্থার (Courier delivery company) ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রংরুটে ঢুকে যায় এবং ব্রিজের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পায় বড়সড় দুর্ঘটনা থেকে।

খবর সূত্রে জানা গিয়েছে যে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্য যাওয়ার পথে চৌরঙ্গি ওভার ব্রিজের কাছে ট্রেলার ট্রাকটির সামনের চাকা ব্লাস্ট করে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রংরুটে ঢুকে যায় এবং ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মারে।

তবে অল্পের জন্য রক্ষা পায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে। কারণ নিচে রয়েছে কানেকটিং রাস্তা। যদি ট্রেলার ট্রাকটি ওভার ব্রিজের নিচে পড়ে যেত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

বর্তমানে চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code