ফের চড়ক ভেঙে বিপত্তি, আহত দুই

CE-AH
0

ফের চড়ক ভেঙে বিপত্তি, আহত দুই

চড়ক


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


ফের চড়ক ভেঙে বিপত্তি।ঘটনায় আহত দুই।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বানারহাট থানার অন্তর্গত চামটিমুখী এলাকায়।




স্হানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে চামুটিমুখী এলাকার খিল কদমতলায় চড়ক মেলার আয়োজন করা হয়েছিল। চড়ক পুজো শেষে চড়ক ঘোরানো শুরু হয়।বেশ কয়েকটি খেলা দেখানো হয়েছিল।এরই মধ্য আচমকাই চড়কের মাথার অংশ ভেঙে পড়ে যায়।ঘটনার বেশ কয়েকজন আহত হয়।মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এদিকে মেলা দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিল খিল কদমতলা এলাকায়।চড়কের মাথার অংশ ভেঙে পড়ে দুইজন গুরুতর আহত হয়।চড়ক মেলা কমিটির সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বানারহাট থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top