Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার হাড়িভাঙায় দুটি বাইসনের হামলায় নিহত ১, আহত ৪ জন, ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার হাড়িভাঙায় দুটি বাইসনের হামলায় নিহত ১, আহত ৪ জন, ঘটনায় চাঞ্চল্য

Bison


কোচবিহার:
শনিবার সকাল ৬:৩০ টা নাগাদ কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা গ্রামে দুটি বাইসন তাণ্ডব চালায়। বাইসন দুটির তাণ্ডব চলাকালীন হামলায় মারা যান বছর আটান্নর বীরেন বর্মন নামের এক ব্যক্তি। এছাড়াও চারজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান এদিন সকালে হঠাৎ করে তাদের গ্রামে দুটি বাচনের তাণ্ডব চালানোর খবর ছড়িয়ে পড়ে। 

খবর চাউর হতেই ভিড় জমায় সংশ্লিষ্ট এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ। বাইসন দুটি প্রায় দু'ঘণ্টারও বেশি তাণ্ডব চালায়। এরপর স্থানীয়রা প্রচুর পরিমাণে জড়ো হলে বাইসন দুটির মধ্যে একটি বাড়ির বারান্দায় এবং অপরটি ভুট্টা খেতে আশ্রয় নেয়। 

খবর দেওয়া হয় বন দপ্তর কে, কিছুক্ষণের মধ্যে বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সেখানে পৌঁছায় এবং ঘুম পাড়ানি গুলি দিয়ে বাইসন দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। 

বাইসন হামলায় নিহত বীরেন বর্মনের ছেলে তুতুন বর্মন জানায় তার বাবা সকালে ফুল তুলছিলেন ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বাইসন তার বাবার মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে তুমি সেখানেই মারা যান। তাই তার ছেলের আবেদন যে দুর্ঘটনা হতেই পারে তবে বাবা যেহুতু বর্তমান নেই তাই তাদের পরিবারকে যদি বন দপ্তর থেকে কিছু সহযোগিতা করা হয় তবে তারা উপকৃত হবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code