Suvendu Adhikari: বীরভূম জেলার মানুষ পরিবর্তন চাইছে - শুভেন্দু

Suvendu Adhikari
মুরারই কাস্তেরা মাঠে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী 



নয় এপ্রিল রবিবার বিকালে মুরারই কাস্তেরা মাঠে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, "প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা বলে । কোভিডের ভ্যাকসিন বিনামূল্যে পেয়েছেন । একুশ সালের পর আনিশ খানকে মেরেছে মমতার পুলিশ । পঞ্চায়েত থেকে চোরেদের তাড়াতে হবে । কেষ্ট গিয়েছে আরো অনেকে যাবে । কেরিম খান লাইনে আছে । লতিফ, রানা (লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের ডাকনাম) লাইনে আছে । বিনয়,আলি আসবে পরপর ।"


এদিন শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন- "পঞ্চায়েত লুঠ করতে দেবো না । নমিনেশনের দায়িত্ব আমরা নিচ্ছি । বুথ রক্ষা করতে হবে আপনাদের । তোলামুলকে হারাতে হবে । গরীবের উপর অত্যাচার করছে । কেষ্ট মন্ডলের অধীনস্থ যারা বিনয় ঘোষ (মুরারই এক নং ব্লক তৃণমূল সভাপতি),কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত,আসগর আলি, আলি (রাজগ্রামের তৃণমূল নেতা আলি মোতুজা খান) আরো চোরেদের ধরতে হবে । এটা বীরভূমে আমার তেরোতম সভা । নিকৃষ্ট পার্টি তৃণমূল পায়খানাও খেয়ে নিয়েছে । বীরভূম জেলার মানুষ পরিবর্তন চাইছে ।"


মঞ্চে "নো ভোট টু মমতা" লেখা গেঞ্জি পড়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "আমরা ডবল ইঞ্জিন সরকার দেবো । পরিবারতন্ত্র ধ্বংস হবে,দুর্নীতি ধ্বংস হবে, তোষনরাজ খতম হবে ।"


সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জীর ধাপ্পাবাজির মুখোশ খুলছে সেইজন্য সরকারি কর্মচারী, শিক্ষকদের স্যালুট জানাই । মমতা ব্যানার্জী রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে । টাকা তোলার জন্য এখানে শ্যাম সিংকে আনা হয়েছে । তিনি বস্তা ভরে টাকা তুলে সামনে পিছনে পুলিশ দিয়ে নিয়ে যাচ্ছে । নিম্নমানের স্কুলের ইউনিফর্ম দিয়েছে সেখান থেকেও টাকা মেরেছে ।"


রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সহসভাপতি শ্যামাপদ মন্ডল, সংখ্যালঘু নেত্রী মফুজা খাতুন,দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা, জেলা ইনচার্জ সুজিত দাস, সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন । এদিন সংখ্যালঘু অধ্যুষিত মুরারই এলাকায় জনসভায় ভিড় দেখে উজ্জীবিত গেরুয়া শিবির ।