১৪৩০ বঙ্গাব্দের ১২ মাসের বিবাহের শুভ তারিখ দেখে নিন একনজরে , বিয়ের তারিখ, বিয়ের  শুভদিন তারিখ, Hindu Marriage Date and Time 


বিয়ে
https://www.facebook.com/chitra.katha.page/


বিবাহ-বহুল চর্চিত এই শব্দটির উৎস সন্ধানে গেলে জানা যায়, অ্যাংলো স্যাক্সন জনগোষ্ঠীই প্রথম এই বিষয়ের অবতারণা করে। Marriage: A History গ্রন্থের লেখিকা Stephanie Coontz এর মতে- মূলত ব্যবসার উদ্দেশ্যেই অ্যাংলো স্যাক্সন জনগোষ্ঠী বিবাহের প্রথম ব্যবহার শুরু করে । 

তবে যাইহোক সময়ের স্রোতে বিবাহ জন্ম-মৃত্যুর মতনই জীবনের একটা অংশ হয়ে উঠেছে। বিবাহ একসাথে আমৃত্যু পাশে থাকার অঙ্গীকার। "যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম" -এই শর্তেই বিবাহ হয়ে উঠে এক গুরুত্বপূর্ণ বিষয়।

marriage
https://www.facebook.com/chitra.katha.page/


হিন্দু ধর্মে শুভ দিন দেখেই তবে বিয়ের আয়োজন হয়। একনজরে দেখে নিন ১৪৩০ বঙ্গাব্দের ১২ মাসের বিবাহের শুভদিন 

বৈশাখ 
৩,১০,১৭,১৮,১৯,২২,২৩,২৬,২৭

জ্যৈষ্ঠ
১,৫,৬,১৪,১৫,১৯,২১,২৮

আষাঢ় 
১১,১৯,২৩,২৮,২৯

শ্রাবণ
মলমাস জন্য বিবাহ নিষিদ্ধ

ভাদ্র
অতিরিক্ত বিবাহ
১,২,৮,৯,১০,১৯,২০

আশ্বিন
অতিরিক্ত বিবাহ
৪,৭,১৫,১৭,২৪,২৯

কার্তিক
২,৩,৮,১৪,২২,২৩,২৪

অগ্রহায়ণ
১,৬,১০,১১,২০,২৮

পৌষ
নেই

মাঘ
৬,৭,১২,১৫,১৬,১৯,২৮

ফাল্গুন
১৩,১৮,২০

চৈত্র
নেই