Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2023: দুই বছরেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান! IPL-এ অভিষেক সচিন পুত্রের

দুই বছরেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান! IPL-এ অভিষেক হচ্ছে সচিন পুত্রের

Arjun Tendulkar


দুই বছরেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান! IPL-এ অভিষেক সচিন পুত্রের। অবশেষে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে সুযোগ পেলেন ক্রিকেটের ভগবান তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। 


তেইশ বছরের বাঁ-হাতি পেসার মুম্বইয়ের হয়ে অভিষেক করলেন নিজের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। রবিবার টস জিতে প্রথম বলের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।



আজ আইপিএলে মুখোমুখি কলকাতা ও মুম্বাই। কলকাতার ইনিংসের শুভারম্ভই হল অর্জুনের প্রথম ওভার দিয়ে।  



২০২১ মরসুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি তাঁর। এরপর মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। ২০২২-এ অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় দলে ফিরিয়েছিল মুম্বই। যদিও গত মরসুমে একটি ম্যাচও অর্জুনকে খেলায়নি তাঁর দল। এবার সেই প্রতীক্ষার অবসান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code