ভয়াবহ আগুনে পুড়ছে বাংলাদেশের রাজধানীর বঙ্গবাজার
ভয়াবহ আগুনে পুড়ছে বাংলাদেশের রাজধানীর বঙ্গবাজার (Banga Bazar)। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।
প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, "আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।"
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ৫০টি ইউনিট যাওয়ার খবর নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েক ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন, ছোটাছুটি করছেন।
অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকালে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।
0 মন্তব্যসমূহ
thanks