Justice Abhijit Gangopadhyay : একই গ্রাউন্ডে সব মামলাই সরাতে পারে, বিচারপতি গঙ্গোপাধ্যায়




আপাতত সব মামলা নয়, দুটি মামলা সরিয়ে নেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। তবে একই গ্রাউন্ডে আগামীতে সব মামলাই সরিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


গতকাল রাতে হাইকোর্ট চত্বর ছেড়ে যখন বাইরে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন সংবাদমাধ্যমের অপেক্ষারত প্রতিনিধিরা নানা প্রশ্ন করতে শুরু করেন তাঁকে। এর মধ্যেই এক সাংবাদিকের জিজ্ঞাসা ছিল, ‘‘নিয়োগের কোনও মামলাই কি আর আপনার এজলাসে থাকছে না?’’ জবাবে বিচারপতি ওই জবাব দেন। 

একই সঙ্গে বলেন, ‘‘সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা মেনে চলাই আমার কাজ। আমরা হাই কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্ট যা বলবে আমরা তা-ই করব।’’


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও জানিয়েছেন, তিনি পালিয়ে যাওয়ার লোক নন। বলেছেন, ‘‘যত দিন বিচারপতি থাকব, দুর্নীতির বিরুদ্ধে লড়ব। যখন থাকব না, যখন অন্য কাজ করব, তখনও দুর্নীতির বিরুদ্ধে লড়ব।’’