Latest News

6/recent/ticker-posts

Ad Code

AAP National Party Status: জাতীয় দলের স্বীকৃতি পেল আম আদমি পার্টি

AAP National Party Status: জাতীয় দলের স্বীকৃতি পেল আম আদমি পার্টি

AAP National Party Status


জাতীয় দলের স্বীকৃতি পেল আম আদমি পার্টি। যোগ্যতা থাকলেও জাতীয় দলের স্বীকৃতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয় আম আদমি পার্টি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্থ হয় আম আদমি পার্টি (AAP National Party Status)। আর তার ঠিক পরই জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেয়ে গেল আপ।



জাতীয় দলের স্বীকৃতি পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কেজরিওয়াল। ট্যুইটারে তিনি লেখেন, ‘এত স্বল্প সময়ের মধ্যে জাতীয় দলের মর্যাদা? এটা অত্যাশ্চর্য ঘটনার থেকে কোনও অংশে কম নয়। সকলকে অভিনন্দন। দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছতে সাহায্য করেছেন। দায়িত্ব আরও বেড়ে গেল।



প্রসঙ্গত, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, তৃণমূল এবং CPI-এর জাতীয় স্বীকৃতি প্রত্যাহার হল।



রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কমিশনের এই ঘোষণায় জাতীয় রাজনীতিতে অনেকটাই এগিয়ে গেল AAP।



জাতীয় দল ঘোষিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে তাঁদের দল। তার পরও নির্বাচন কমিশন প্রাপ্য মর্যাদা দিতে অস্বীকার করছে এই যুক্তিতেই কর্ণাটক আদালতের দ্বারস্থ হয় আপ-এর আহ্বায়ক পৃথ্বী রেড্ডি।এর পর ১৩ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় আদালত। তার মধ্যে কমিশনকে সিদ্ধান্তগ্রহণের নির্দেশ দেওয়া হয়। তার আগে, সোমবারই AAP-কে জাতীয় দল ঘোষণা করল কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code