WBPSC WBCS 2023: চলছে সিভিল সার্ভিসে নিয়োগের আবেদন গ্রহন, এখনি আবেদন করুন
শুরু হয়েছে WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION এর CIVIL SERVICE EXAMINATION এ আবেদন গ্রহন। ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন গ্রহন শুরু হয়েছে। স্নাতক যোগ্যতায় রাজ্য সরকারের একাধিক শূন্যপদে নিয়োগের এই পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রার্থীরা।
প্রতি বছর WEST BENGAL CIVIL SERVICE (Executive) etc পরীক্ষার মাধ্যমে Group A, B, C, D -তে নিয়োগ করা হয়। রাজ্য সরকারের অধীনে সবচেয়ে উচ্চ পদস্থ কর্মীদের নিয়োগ এই পরীক্ষার মাধ্যমেই করা হয়।
PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL -এর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে WEST BENGAL CIVIL SERVICE (Executive) etc 2022 -এর আবেদন প্রক্রিয়া আগামী PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbps.gov.in -এ।
আবেদন পত্র জমার সূচি -
শুরুর তারিখ- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩
শেষের তারিখ- ২১শে মার্চ ২০২৩
দেখুন বিজ্ঞপ্তি-
অন্যান্য তথ্য-
আবেদন ফি-
সাধারন- ২১০ টাকা
এসসি, এসটি ও শারীরিক ভাবে অক্ষম প্রার্থীদের কোনও ফি লাগবে না।
পদ:
GROUP – A
West Bengal Civil Service (Executive)
Asst. Commissioner of Revenue
West Bengal Co-operative Service
West Bengal Labour Service
West Bengal Food and Supplies Service
West Bengal Employment Service
GROUP-B
West Bengal Police Service
GROUP – C
Superintendent/Dy. Superintendent for District and Central Correctional Home
Joint Block Development Officer
Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices
West Bengal Junior Social Welfare Service
West Bengal Subordinate Land Revenue Service
Assistant Commercial Tax Officer
Registrar/ Joint Registrar for Consumer Disputes Redressal Commission, under Consumer Affairs
Assistant Canal Revenue Officer (Irrigation)
Chief Controller of Correctional Services
GROUP – D
Inspector of Co-operative Societies
Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department
Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation DepartmentGROUP – D– Inspector of Co-operative Societies
Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department
Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department
নিয়োগ প্রক্রিয়া:
প্রথমে, অনলাইনে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে -WBCS এ আবেদন করতে হবে। এরপর, প্রিলিমিনারী পরীক্ষা হবে। প্রিলিমিনারীতে পাশ করলে তবেই মেনস পরীক্ষায় বসতে পারবে প্রার্থীরা। মেনস পাশ করার পর হবে পার্সোনালিটি টেস্ট। তারপর চাকরি পাবেন প্রার্থীরা।
প্রিলিমিনারি পরীক্ষার সেন্টার
01–Kolkata,
02–Baruipur,
03–Diamond Harbour,
04–Barrackpore,
05–Barasat,
06–Howrah,
07– Chinsura
08–Burdwan,
09–Durgapur
10–Medinipur,
11–Tamluk,
12–Bankura,
13–Purulia,
14–Jhargram,
15-Suri,
16–Krishnanagar
17–Berhampore,
18-Malda
19–Balurghat,
20-Raigunj,
21-Jalpaiguri
22-Alipurduar
23-Coochbihar
24-Siliguri
25-Kalimpong and
26-Darjeeling.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊