WB Festival Bonus Hike : রাজ্য সরকারী কর্মচারীদের বোনাস বৃদ্ধি সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বকেয়া ডিএ নিয়ে যখন আন্দোলন চলছে রাজ্যে, তখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ না দিলেও একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার৷
এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, চলতি বছরে বাড়ানো হবে সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস৷ ৷ এছাড়া, বাড়বে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও ৷ এই বোনাসের বিষয়টি ছাড়াও এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
বৈঠক শেষে বেরিয়ে মানস ভুঁইয়া জানান, ২০২২ সালে adhoc বোনাস ছিল ৪৮০০ টাকা৷ সেই বোনাসই ২০২৩ এ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। এছাড়া, গত বছর সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা৷ এ বছর সেটা বাড়িয়ে ১৬ হাজার টাকা হচ্ছে বলে জানান মন্ত্রী।
অর্থাৎ উৎসব বোনাস আগের বছরের তুলনায় ১০ শতাংশের কিছুটা বেশি বাড়াল রাজ্য সরকার। গত কয়েক বছর ধরেই এই উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার। গত বাড়ের তুলনায় এবার ৫০০ টাকা বাড়লেও ছ'বছরে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে ১৭০০ টাকা । ২০১৭ সালে এই উৎসব ভাতা ছিল ৩৬০০ টাকা, এবছর তা বেড়ে দাঁড়ালো ৫৩০০ টাকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊