Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS Students : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু‌র ঘটনায় চাঞ্চল্য

HS Students : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু‌র ঘটনায় চাঞ্চল্য

HS Students



এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু‌র ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি‌তে। মৃত ছাত্রীর নাম মঞ্জিষ্ঠা ভাদুড়ি। জলপাইগুড়ি শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরে।

জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মঞ্জিষ্ঠা বরাবর‌ই কৃতী ছাত্রী হিসেবে পরিচিত ছিল। পড়াশোনার পাশাপাশি নাচ, গান ও আঁকায় পারদর্শী ছিল সে।

উচ্চমাধ্যমিক বোর্ডের জলপাইগুড়ি জেলা যুগ্ম কনভেনার অঞ্জন দাস বলেন, কৃতী ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই ঘটনা ভাষায় প্রকাশ করা‌র মতো নয়।

জানা গেছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এদিন দুপুরে খাওয়া‌র পর বাথরুমে‌র মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় তাকে। তড়িঘড়ি করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যায় মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রীর পরিবারে।

এছাড়া জলপাইগুড়ি জেলায় অসুস্থ হয়েছে আর‌ও মোট চারজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code