IPL 2023: শুরু হচ্ছে ষোড়শ আইপিএল- উদ্বোধনী ম্যাচে মুখোমুখী গুরু-শিষ্য
করোনা কাল কাটিয়ে ফের স্ব-মহিমায় বিশ্ব ক্রিকেটের সেরা এবং জনপ্রিয় ঘরোয়া লীগ Indian Premier League (IPL)। আগামীকাল বাইশ গজে বল গড়ানোর আগেই উত্তেজনার পারদ চড়িয়ে দিতে থাকছে বলিউড স্টারদের এর ওপেনিং শো। ড্রোন শো এর পাশাপাশি থাকছে অরিজিৎ সিং মনমাতানো গান ও বলিউড হার্টথ্রব রশ্মিকা মন্ধানা- তামান্না ভাটিয়ার নাচ। ড্রোন শো-এর মাধ্যমে ২০০৮ সাল থেকে আইপিএল এর সম্পূর্ণ ইতিহাস তুলে ধরতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অর্থাৎ ফের আইপিএলের ক্রিকেট নস্টালজিয়ায় ডুব দেওয়ার সুযোগ মিলতে চলেছে আসমুদ্র হিমাচলের সমস্ত ক্রিকেট ভক্তদের।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে ২২ গজের ডুয়েলে মুখোমুখি নামতে চলেছে ভারতীয় ক্রিকেটের দুই গুরু-শিষ্য। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং গত মরশুমের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। এই আইপিএলই হয়তো ধোনির সম্ভাব্য শেষ আইপিএল, তাই হার্দিক পান্ডিয়ার ঘরের মাঠে তাদের ভক্তদের টক্কর দিতে উপস্থিত থাকবে মাহি ভক্তরাও।
গত মরশুমে ব্যর্থতা ঝেড়ে এবার কিংসদের চোখ পঞ্চম ট্রফি, যে টার্গেট পূরণে চেন্নাইয়ের হয়ে লড়াইয়ে হাজির রবীন্দ্র জাদেজা, মঈন আলী, রিতুরাজ গায়কোয়ার এবং 'ক্যাপ্টেন কুল' নিজে। এছাড়াও বিশেষ নজরে থাকবেন ধোনি পরবর্তীকালে নেতৃত্বের দৌড়ে থাকা ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস।
অপরদিকে টিমগেমে বিশ্বাসী গুজরাটের দলে আছে অলরাউন্ডার রশিদ খান, দুরন্ত ফর্মে থাকা শুভমান গিল, কেন উইলিয়ামসন, ডেভিড মিলার এবং হার্দিক নিজে। বোলিংয়ে নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ সামি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊