দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় রামনবমীর মিছিলে হাঁটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক

nishith pramanik




দিনহাটা - রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় রামনবমীর মিছিলে হাঁটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক। যে বুড়িরহাট বাজারে দলীয় কর্মসূচিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিককে তৃণমূলের কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে সেই বুড়িরহাট বাজারে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে দিনহাটা ২ নম্বর ব্লকের বাসন্তীরহাট বাজারে রামনবমীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক সুশীল বর্মন, জেলা বিজেপির সাধারণ সম্পাদক জীবেশ বিশ্বাস, বিশিষ্ঠ সমাজসেবী বিশ্বনাথ কিন্নর সহ একাধিক নেতৃত্ব।

এদিন বাসন্তীরহাট বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক বলেন, রামনবমী ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরা। দেশের কোটি কোটি মানুষ এই ঐতিহ্যের সঙ্গে জড়িত হয়ে রয়েছেন। প্রতিটি ভারতবাসীর উচিত আমাদের এই ঐতিহ্যকে রক্ষা করা। তাইতো দেশের কোটি কোটি সাধারণ মানুষ আজকের দিনে এই রামনবমী শোভাযাত্রায় শামিল হয়েছেন।

এদিন মন্ত্রী নিশিথ প্রামাণিক দিনহাটা ২ নম্বর ব্লকের বাসন্তীর হাট বাজার ছাড়াও বুড়িরহাট বাজার, নাজিরহাট বাজার, শালমারা বাজার ও সাহেবগঞ্জ বাজারে অনুষ্ঠিত রামনবমীর শোভাযাত্রায় শামিল হন।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২৫ শে ফেব্রুয়ারি দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট বাজারে দলীয় কর্মসূচিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক । মন্ত্রীকে তৃণমূলের কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে বুড়িরহাট বাজার উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রী নিশিথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই সময় তৃণমূল এবং বিজেপির কর্মীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ছাড়াও অন্তত ত্রিশটি মোটর বাইক ভাঙচুরের ঘটনা ঘটে। একদল অপর দলকে লক্ষ্য করে গুলি, বোমা ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ ছাড়াও কাঁদানে গ্যাসের সেল ফাটায়। এরপর বিজেপির ৪৮ জন কর্মী সমর্থকদের বিরুদ্ধে শত প্রণোদিতভাবে মামলা দায়ের করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদের মধ্যে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে মন্ত্রী নিশিথ প্রামাণিকের দেহরক্ষী সিআইএসএফ ত্রিশ জন তৃণমূল কর্মী নেতার বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় পরেই বিজেপি দলের তরফ থেকে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে যায়। দিন কয়েক আগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ ধরনের এক পরিস্থিতিতে রামনবমী অনুষ্ঠানকে হাতিয়ার করে দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা চষে বেড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দিনহাটার রাজনৈতিক মহল।