তিন হাজার শূন্যপদে দ্রুত নিয়োগে, মমতা মন্ত্রীসভার বড় সিদ্ধান্ত
নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। এর মাঝেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বড় সিদ্ধান্ত। রাজ্যের একাধিক শূন্যপদে তিন হাজারের বেশি নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষক সহ একাধিক দপ্তরে এই নিয়োগ হবে বলে জানা গেছে।
নবান্ন সূত্রের খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ১৭০০ জনের বেশি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেহেতু নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক চরমে তাই আর কোনো ফাঁক রাখতে চাইছে না সরকার। মাদ্রাসা শিক্ষক ছাড়াও ৭২৮ জন গ্রন্থাগারিক নিয়োগের প্রস্তাবে এ দিন সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এমনটাই খবর।
ইতিমধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছু শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। তার পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশের শূন্য পদগুলিতেও নিয়োগের কাজ চলছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগে রাজ্য মন্ত্রীসভার এরুপ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊