ভালোবাসার এই মরশুমে রিলিজ হলো দুষ্টু মিষ্টি প্রেমের গানের ভিডিও হটি নটি

one girl and one boy



বসন্ত এসে গেছে, রঙের খেলা শুধু প্রকৃতিতেই না, রঙে রঙিন হয় মনও। ভালোবাসার এই মরশুমে দুষ্টু মিষ্টি প্রেমের গানের ভিডিও হটি নটি রিলিজ হল দোল উৎসবের শুভ মুহূর্তে। 

বিশাল ও বর্নালির অভিনয়ে অন্যমাত্রা পেয়েছে গানের ভিডিওটি। ইউটিউব চ্যানেল Love vibes এ ভিডিওটি প্রকাশ হতেই সারা ফেলেছে নেটিজেনদের কাছে। 

গানটির শ্যুটিং হয়েছে কোচবিহারেই। ডিরেক্টর প্রামজিৎ মাইতি, প্রোডিউশার আলামিন খান, ডিওপি তে সহায়তা করেছে চিত্রকথা স্টুডিও এবং সবুজ।