৩ দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক SFI-এর
৩ দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক SFI-এর। সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই (SFI) ৩ দফা দাবি নিয়ে আগামী ১০ই মার্চ বিধানসভা অভিযানের ঠিক দিয়েছে।
প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি জানাবে এসএফআই। দ্বিতীয়ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। তৃতীয়ত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি।
এই তিন দফা দাবি নিয়ে বিধানসভার অধ্যক্ষকে স্মারকলিপি দেবে এসএফআই। শিক্ষামন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ার দাবি নিয়েই এই বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ১০ মার্চ ধর্মঘট ডেকেছেন ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা। আন্দোলনরত সরকারি কর্মীদের ধর্মঘটকেও সমর্থন জানাচ্ছে এসএফআই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊