উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৩, HS Sanskrit Suggestion 2023
Part-A
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
গদ্যাংশ [যে কোন একটি] ৫x৪=২০
১। ‘আর্যাবর্তবর্ণনম্’ গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো।
২। ‘আর্যাবর্ত’ নামক ভূভাগটি কোথায় অবস্থিত ? ‘আর্যাবর্তবর্ণনম্’ অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও।
৩। শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরোচিত ‘বনগতাগুহা’ –র বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
পদ্যাংশ [যে কোন একটি]
১। “ত্বমসি গতির্মম খলু সংসারে”- ‘ত্ব’- বলতে কার কথা বলা হয়েছে? তার প্রতি কবির এ রূপ অবস্থার কারন কি?
২। ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও।
৩।গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন?
৪। ‘কর্মযোগঃ’ পাঠ্যাংশটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
৫।‘যদ্ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
নাট্যাংশ [যে কোন একটি]
১। ‘বাসন্তিকস্বপ্নম্’- নাট্যাংশের নামকরনের সার্থকতা বিচার করো।
২। রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথনের একটি বানীচিত্র অঙ্কন করো।
৩। 'বাসন্তিকস্বপ্নম' অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর।
সাহিত্যোতিহাস [যে কোন একটি]
১। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদাচার্য ‘সুশ্রুত’ সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো।
২। ভক্তিমূলক গীতিকাব্যের ইতিহাসে জয়দেবের ‘গীতগোবিন্দ’ এর মূল্যায়ন করো।
৩। আর্যভট্ট সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো।
৪। গীতিকাব্য কাকে বলে ? সংস্কৃত গীতিকাব্য সম্বন্ধে একটি প্রবন্ধ
৫। প্রাচীন ভারতের গণিতচর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
৬। প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চার পরিচয় দাও।
৭। প্রাচীন ভারতের জ্যোতিষচর্চায় আর্যভট্টের অবদান আলোচনা করো।
৮। যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x১=৫
১। ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নিরূপণ কর।
২। ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখ।
৩। ইন্দো- ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে কোন তিনটি উপশ্রেনি সম্বন্ধে আলোচনা করো।
৪। ভারতে প্রচলিত চারটি ভাষাবংশের নাম লেখো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫। কেন্তুম ও সতম সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊