Rabindranath Ghosh : নিজের ওয়ার্ডেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ
কোচবিহার শহরে নিজের ওয়ার্ডে বিক্ষোভের মুখে বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার সকালে যখন তিনি বাড়ি থেকে কোচবিহার পৌরসভার উদ্দেশ্যে আসছিলেন ঠিক সেই সময়ই তাকে ঘিরে বেশ কয়েকজন বিক্ষোভ দেখান।
জানা যায়, এলাকারই বেশ কয়েকজন এদিন রবীন্দ্রনাথ ঘোষকে জানাতে চান শুক্রবার থেকে শুরু হবে রোজা তার আগে যাতে এলাকার নিকাশি নালা গুলো পরিষ্কার করা হয় কারণ সেই নিকাশিনালা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে এর ফলে রোজাদারদের অসুবিধা হতে পারে।
এই বিষয়টি রবীন্দ্রনাথ ঘোষকে জানাতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এলাকাবাসীদের সাথে রবীন্দ্রনাথ ঘোষের চলে বাক-বিতণ্ডা। রীতিমতো তার গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ বলে জানা যায়। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলার পর অবশেষে ওই এলাকা ছাড়েন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
স্থানীয়দের মধ্যে মিন্টু মিয়া ,মোহাম্মদ ফারুক প্রমুখরা বলেন, গত বেশ কয়েকদিন ধরেই এলাকার নিকাশনালার বেহাল অবস্থা। দুর্গন্ধে এলাকায় সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা। যাতে তার আগে নিকাশি নালাগুলি পরিষ্কার করে দেওয়া হয় সে বিষয়টি তারা জানাতে যান। দুর্গন্ধে রোজাদারদের সমস্যা সৃষ্টি হতে পারে সেই জন্য। কিন্তু তিনি কোন কথার কর্ণপাত না করেই তাদের দুষ্কৃতী বলে আখ্যা দেন বলেও স্থানীয়রা জানান। তারা আরো অভিযোগ করেন, সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের সঠিকভাবে পরিষ্কার করা হয় না।
এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোন ক্ষোভ বিক্ষোভ নয়। কিছু অসামাজিক লোক গালমন্দ করছিল আমি প্রতিবাদ করে চলে আসি। এই ঘটনার পিছনে কিছু সমাজবিরোধী জড়িত রয়েছে বলেও রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেন। আসলে উন্নয়ন সহ্য হচ্ছে না তাই এভাবে চক্রান্ত করছে কিছু অসামাজিক লোক বলে তিনি জানান।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন- https://youtu.be/HPN-pavvlD4
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊