HS Philosophy Suggestion 2023 । উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ । উচ্চমাধ্যমিক ফিলোসফি সাজেশন ২০২৩
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন অভিজ্ঞ শিক্ষক বিপ্লব আচার্য ।
i) নিরপেক্ষ বচন বলতে কী বোঝ ? গুণ ও পরিমাণ অনুসারে নিররপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। ২+৪+২
ii) বচন বলতে কী বোঝ ? বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো । ২+৬
iii) পদের ব্যাপ্যতা বলতে কী বোঝ? চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য উদাহরণ সহ লেখ। ব্যাপ্যতার নিয়মগুলি কী কী লেখ। ২+৪+২
অথবা
(লজিক)
i)বাক্যগুলিকে তর্ক বিদ্যানসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ দেখাও । ৪X২ =৮
Rule: ৩ নং, ৪ নং, ৫ নং (১ ও ২ নং)
b.
(i) আবর্তন কাকে বলে ? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। A বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন ? ২+৪+২
(ii) অমাধ্যম অনুমান কী ? দৃষ্টান্তসহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখ । ২+৬
অথবা
(লজিক)
(i)নীচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে এবং আবর্তন ও বিবর্তন করো । ৪x২
অথবা
আবর্তন করো : ‘o’ বচনের আবর্তন সম্ভব নয় কেন?
বিবর্তন করো : সরল আবর্তন ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য
(iii)কোন কোন ক্ষেত্রে ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব ব্যাখ্যা করো। নিষেধমূলক আবর্তন কী ? এই প্রকার আবর্তন কী বৈধ?
C.নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের সংস্থান, মূর্তি ও বৈধতা বিচার করো।
অথবা
i)অবৈধ সাধ্য দোষ
ii)অবৈধ হেতু দোষ
iii)চারিপদ ঘটিত দোষ
iv)প্রমান করো যে, ‘A’বচন কেবলমাত্র প্রথম সংস্থানে সিদ্ধান্ত হতে পারে।
V) প্রমাণ কর যে দুটি বিশেষ যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না।
vi) নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পদ, পক্ষ ও হেতু পদের কাজ লেখ।
D. (i) মিলের সযুক্ত পদ্ধতিটি ব্যাখ্যা করো
[সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা]
অথবা
মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা করো ।
[সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা]
E.টিকা লেখো ।
i) মন্দ উপমাযুক্তি ii) কাকতালীয় দোষ iii) একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ iv) অপর্যবেক্ষণ জনিত দোষ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊