HS Geography Suggestion 2023 । উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩
উচ্চমাধ্যমিক ২০২৩ এর পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন দি ওরিয়েন্টাল সেমিনারী বিদ্যালয়ের শিক্ষিকা তানিয়া বোস ।
PART-A
1.নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 7X5=35
a. সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো চারটি ভূ-মিরূপের চিত্র সহ বর্ণনা কর। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুইড এর মধ্যে পার্থক্য লেখ। ৫+২
অথবা
স্বাভাবিক ক্ষয়কার্যের তত্ত্বটি আলোচনা কর। মৃত্তিকা পরিলেখ বলতে কি বোঝ । ৫+২
অথবা
বিভিন্ন প্রকার পুনযৌবন লাভ-এর ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা কর। কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর পার্থক্য লিখ। ৫+২
b. উদাহরণসহ বিভিন্ন প্রকার মরু উদ্ভিদের সম্পর্কে আলোচনা কর। ভূযোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ। ৫+২
অথবা
প্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবর্তের মধ্যে পার্থক্য লেখ। জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখ । ৫+২
c. ‘কোয়ার্টারনারি’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝ ? মিশ্র কৃষি বলতে কি বোঝ? আইসোটিম বলতে কি বোঝায় ? ৩+২+২
অথবা
দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ গুলি আলোচনা করো। ইন্টার কালচার কী ? ভ্যালোরাইজেশন পদ্ধতি কি ?
d. পশ্চিম ভারতে কার্পাস শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখ ? ‘সোনালী চতুর্ভুজ’ বলতে কি বোঝ? ৫+২
অথবা
কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ গুলি লেখো। ভারতের পাটশিল্পের সমস্যাগুলি লেখো। ৪+৩
e. পরিব্রাজনের সংজ্ঞা দাও । ‘জনসংখ্যা অভিক্ষেপ’ বলতে কি বোঝ ? ভারতে অসম জনবন্টনের কারনগুলি লেখ। ২+২+৩
অথবা
কি ধরণের ভৌগলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে ? পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখ। শূন্য জনসংখ্যাবৃদ্ধি বলতে কি বোঝ ? ৩+২+২
অথবা
জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল কারণ গুলি লেখো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে ? ৩+২+২
১. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (সকল প্রশ্ন আবশ্যিক) 1x21=21
(i) যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়- (a) অবরোহন (b) পর্যায়ন (c) আরোহন (d) জৈবিক আবহবিকার
(ii) কার্স্ট অঞ্চলের গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে যা বলে তা হল – (a) পোনোর, (b) স্ট্যালাকটাইট, (c) স্পেলিওথেম, (d) ড্রেপ।
(iii) কর্না টকর্না ও কেরালার উপকূল হল – (a) নিমজ্জিত উপকূল, (c) উত্থিত উপকূল, (b) নিরপেক্ষ উপকূল, (d) যৌগিক উপকূল।
(iv) বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেট স্ট্রিম প্রবাহিত হয়?- (a) ওজোনোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে, (b) ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে, (c) ম্যাগনেটোস্ফিয়ারের নিম্নাংশে,(d) স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে।
(v) আন্তঅঞ্চলিক মাটির উদাহরণ হল – (a) রেনজিনা, (b) পডজল, (c) রেগোসল, (d) চেস্টনাট।
(vi) বৃক্ষরূপী জলনির্গমর্গ প্রণালীর একটি পরিবর্তিতর্তি রূপ হল- (a) পিনেট, (b) আয়তাকার, (c) সমান্তরাল, (d) অঙ্গুরীয়াকার।
(vii) অধিকাংশ ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় pH মাত্রা হল – (a) 6.0-8.0, (b) 6.5-7.5, (c) 6.0-7.5, (d) 7.00 -8.00
(viii) “Landscape is the function of Structure, process and stage” এই উক্তিটির প্রবক্তা হলেন- (a) WM Davis, (b) W Penk, (c) LC King, (d) Crickmay ।
(ix) গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল- (a) CO2, (b) SO2, (c) NO2, (d) CH4 l
(x) পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে বলে –(a) মিস্টাল, (b) বোরা, (c) পম্পেরো, (d) টাকু।
(xi) পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হল – (a) ব্রাজিল, (b) ভারত, (c) আমেরিকা যুক্তরাষ্ট্র, (d) অস্ট্রেলিয়া।
(xii) ‘সবুজ বিপ্লব’ কথাটি সর্বপ্রর্বথম ব্যবহার করেন – (a) ড বোরলগ, (b) ড নরম্যান আর্নেস্টর্নে , (c) উইলিয়াম এস গ্যাড, (d) ড. হাসার।
(xiii) রেশম বা গুটিপোকা প্রতিপালন করাকে বলে – (a) সেরিকালচার, (b) পোমামকালচার, (c) ফ্লোরিকালচার, (d) ওলেরিকালচার।
(xiv) বর্ষাকালে যদি একনাগাড়ে কম করে 15 দিন কোনো প্রকার বৃষ্টিবৃ না ঘটে তাহলে তাকে বলে - (a) শুষ্ক খরা, (b) পূর্ণ খরা, (c) আংশিক খরা, (d) বাস্তুতান্ত্রিক খরা।
(xvi) ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বটির অন্য নাম হল –(a) বাজার এলাকা তত্ত্ব, (b) কেন্দ্রীয়স্থান তত্ত্ব, (c) সর্বা ধির্বা ক মুনাফা তত্ত্ব, (d) ন্যূনতম ব্যয় তত্ত্ব।
(xvii) পৃথিবীর ব্যস্ততম আন্তর্জাতিক জলপথটি হল – (a) উত্তর-প্রশান্ত মহাসাগরীয় জলপথ, (b) দক্ষিণ আটলান্টিক জলপথ, (c) মধ্য আটলান্টিক জলপথ, (d) উত্তর আটলান্টিক জলপথ।
(xviii) সফ্টওয়্যার নির্মাতারা নীচের কোন্ স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত?- (a) প্রথম স্তর, (b) দ্বিতীয় স্তর, (c) তৃতীয় স্তর, (d) চতুর্থ স্তর।
(xix) জনসংখ্যা বিবর্তনর্ত তত্ত্বের দুটি মূল উপাদান হল – (a) পরিব্রাজন ও মৃত্যু, (b) জন্মহার ও মৃত্যু হার, (c) জন্মহার ও পরিব্রাজন, (d) জন্মহার ও নারী-পুরুষ অনুপাত।
(xx) নেক্রোপলিস কথাটির অর্থ হল - (a) শুষ্কবিন্দু বসতি, (b) মহানগর, (c) হ্যামলেট, (d) মৃতের শহর।
(xxi) ছত্তিশগড় রাজ্যটির জন্ম হয় – (a) 1 নভেম্বর, 2000, (b) 1 নভেম্বর, 1999, (c) 1 নভেম্বর, 2001, (d) 1 নভেম্বর, 2000
(xxii) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রীনহাউজ গ্যাস নয়- (a) 02 (b) CO2 (c) o3 (d) CFC
(xxiii) মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল - (a) স্থানান্তর কৃষি (b) প্রথাগত কৃষি (c) সেচন কৃষি (d) শুষ্ক কৃষি
(xxiv) তথ্য পরিষেবা যে স্তরের কার্যাবলী- (a) প্রথম স্তর, (b) দ্বিতীয় স্তর, (c) তৃতীয় স্তর, (d) চতুর্থ স্তর।
(xxv) নীল বিপ্লব- (a) ডিম, (b) দুধ, (c) মাংস, (d) মাছ - উৎপাদনের সাথে যুক্ত ।
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । (14x1=14)
1. বেঙ্গালুরু কে বিজ্ঞান নগরী' বলা হয় কেন ?
2. ছত্রিশগড়ে অবস্থিত ভারতের বৃহত্তম লৌহখনির নাম কী?
3. উন্নয়নের সংজ্ঞা দাও।
4. ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও।
5. পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও।
6. ভারতের সিলিকন উপত্যকা' কোন রাজ্যে অবস্থিত?
7. ছত্রিশগড় রাজ্যের অরণ্যের প্রধান বৃক্ষ কি?
8. ক্ষয়ের শেষ সীমা সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলিকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়া ঘটে থাকে?
9. অ্যাকুইক্লুড কাকে বলে?
10. প্রস্রবন রেখা কাকে বলে?
11. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাস্ট অঞ্চল কোনটি?
12. মানবজমি অনুপাত এর সংজ্ঞা দাও।
13. অনুসারী শিল্পের সংজ্ঞা দাও।
14. 'হড়পা বান' বলতে কি বোঝ ?
15. নদীগ্রাস বলতে কী বোঝ ?
16. হিউমিফিকেশন কাকে বলে ?
17. OPEC এর পুরো নাম লিখ ।18. এলনিনো কি?
19. বইলি উইলি কি?
20. যৌগিক উপকূল বলতে কি বোঝ ?
0 মন্তব্যসমূহ
thanks