সিনেমার কায়দায় অপহরণ, কিন্তু বাস চালকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা

kidnape
ধৃত অপহরণকারী ব্যক্তি 



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

সিনেমার কায়দায় অপহরণ, কিন্তু বাস চালকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা। অপহরণের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই,অপহরণের সঙ্গে যুক্ত ৪জন ব্যাক্তিকে জামুড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ও জামুড়িয়ার থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এবং উদ্ধার করা হয় অপহরণ হওয়া ব্যাক্তি তামার স্ক্র‍্যাপের ব্যাবসায়ী সন্তোষ কুমার দেকে।

car
অপহরণ কান্ডে ব্যবহৃত গাড়ি

জানা যায় বৃহস্পতিবার কাঁকসার পানাগড়ের কাছে চলন্ত বাস থেকেই অপহরণ করা হয় সন্তোষ বাবুকে। সেই সময় বাস চালক তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দিলে জামুড়িয়া থানার ট্রাফিক গার্ডের পুলিশ ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ সতর্ক হয়ে নাকা তল্লাশির মধ্য দিয়ে কালো রঙের একটি চারচাকা গাড়িকে আটক করে সন্তোষ কুমার দেকে উদ্ধার করে। তাছাড়া চারজন অপহরণ কারীকে আটক করে পুলিশ।

জানা যায় কাটোয়ার বাসিন্দা স্ক্র‍্যাপ বিক্রেতা সন্তোষ কুমার দে আসানসোলের বাবুয়া তালাবের খান পট্টির কড়াইয়ের ব্যবসায়ীর কাছে কয়েক লক্ষ টাকার সামগ্রিক ক্রয় করেন। দীর্ঘদিন ধরে এই বকেয়া টাকা দেওয়ার জন্য জানানো হলেও সেই বকেয়া টাকা দিচ্ছিল না সন্তোষ বাবু। এরপরই ওই ব্যবসায়ী সন্তোষ কুমার দে কে অপহরণের ছক কষে।

ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও কাঁকসা থানার পুলিশ পৌঁছে চার অভিযুক্তকে কাঁকসা থানায় নিয়ে যায়। জানা যায় অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত চারজনেই অভিযুক্ত বাবুয়া তালাও এলাকার বাসিন্দা বলে যানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।