Panchayat Election: হাইকোর্টে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচনে আর কোনো জট রইল না আদালতে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনোরকম হস্তক্ষেপ করলো না আদালত। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপরেই ছাড়লো আদালত।
শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ের মানুষের গণনার রাজ্যের সিদ্ধান্ত গ্রহনযোগ্য নয় বলেই পর্যবেক্ষন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
ওবিসি সম্প্রদায়ের মানুষের গণনা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই মামলাতেই এই নির্দেশ। কেন্দ্রীয় বাহিনী ও অন্য ইস্যুতে নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী।
শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক নিয়োগ করবেন প্রিসাইডিং অফিসারকে। জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পৌরসংস্থার কর্মচারীদের নিয়েই ভোটগ্রহণের দল গঠন। প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে ভোটদানকারী দলের সদস্য হিসাবে নিয়োগ করা যাবে না। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার ভোটদানকারী দলের সদস্য রাখা যাবে না। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊