নির্বাচন ডিউটিতে না, শিক্ষা দপ্তরে চিঠির পর চিঠি শিক্ষকদের

Election Duty



প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষকদের গণ চিঠি জমা পড়ছে স্কুল শিক্ষা দপ্তরে। সামনেই পঞ্চায়েত ভোট। আর ভোটে ডিউটি না করার কথা জানিয়েই সেই চিঠি পাঠানো হচ্ছে দপ্তরে। পঞ্চায়েত ভোটের ডিউটিতে আপত্তি জানিয়ে একক বা কোনো কোনো চিঠিতে শিক্ষকদের স্বাক্ষরসংবলিত চিঠি পাঠানো হয়েছে বিদ্যালয় পরিদর্শককে। প্রতিলিপি যাচ্ছে প্রধান শিক্ষকের কাছেও।



চিঠিতে উল্লেখ রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের আদেশে আপনি যে পি-পি ২ পূর্ণ করার উদ্যোগ নিয়েছেন তা করবেন না। আমি বা আমরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক না। এই ফর্মে আমাদের ব্যক্তিগত তথ্য দেবেন না।



নির্বাচন করতে আলাদা আলাদা ফর্মে সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্য নেয় কমিশন। তার খসড়া করেছে সংগ্রামী যৌথমঞ্চ। সেই অনুসারেই চিঠির পাহাড় জমা পড়ছে। চিঠি পাঠানোর কারণ হিসেবে জানানো হয়েছে, আদালতের নির্দেশে সত্ত্বেও ৩৯ শতাংশ ডিএ পাচ্ছি না। স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না। এই দুই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না।