পরীক্ষা ভালো না হওয়ায় বাড়িতে বকাবকি, নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র




পরীক্ষা ভালো না হওয়ায় বাড়িতে বকাবকি, নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র । জলপাইগুড়ির থানায় অভিযোগ দায়ের বাবার। 

জানা গেছে জলপাইগুড়ি মাসকালাইবাড়ি এলাকায় হোলি চাইল্ড স্কুলের নবম শ্রেণির ছাত্র শুভদীপ দাস। তার পরীক্ষা ভালো না হওয়ার কারণে বাড়িতে বকাবকি করছিল। 

আর এদিন সে টিউশনির নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরবর্তীতে তার বাবা জানতে পারে যে টিউশন ছিল না। 

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রের বাবা সুদীপ দাস জলপাইগুড়ি কোতোয়ালি থানার শুক্রবার অভিযোগ দায়ের করে।  দ্রুত ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। 

শেষ পাওয়া খবরে, পুলিশের তৎপরতায় শুভদীপকে খুঁজে পাওয়া গিয়েছে। সে জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল এ করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলো। ফারাক্কায় তাঁকে আটক করে রেল পুলিশ। বাড়িতে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।