কম্বল বিতরণকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি
কম্বল বিতরণ কাণ্ডে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে নয়ডায় আসানসোল এবং দুর্গাপুর কমিশনারেট পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র (Jitendra Tiwari Arrested)।
গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি রায়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়।
উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় জিতেন্দ্রর বাড়িতেও যায় পুলিশ। বাড়িতে তালা থাকায় ফিরতে হয় পুলিশকে। চৈতালিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। চৈতালি হলেন জিতেন্দ্রর স্ত্রী। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচও পান চৈতালি। পুলিশের এফআইআর-এ জিতেন্দ্র, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ একাধিক নাম ছিল।
আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে। এর পর সুপ্রিম কোর্টেও যান জিতেন্দ্র। কিন্তু সেখানে শুনানির আগেই গ্রেফতার হলেন জিতেন্দ্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊