Latest News

6/recent/ticker-posts

Ad Code

যুব সমাজে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে উদার মানসিকতার বার্তা নিয়ে We are The Common People এবং Hello Kolkata

যুব সমাজে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে উদার মানসিকতার বার্তা নিয়ে We are The Common People এবং Hello Kolkata




ছাত্র যুবদের মধ্যে সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে উদার মানসিকতার বার্তা দিতে বাঙুর কলকাকলী মঞ্চে ছাত্র- যুবদের দাবা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে, We are The Common People ও Hello Kolkata এর উদ্যোগে ।


শুক্রবার (১৬ মার্চ) এর দাবা প্রতিযোগীতায় আয়োজকদের মধ্যে গুরুত্ব পূর্ণ ভূমিকা নেন এশিয়াড গেমস এ সোনাজয়ী অতনু লাহিড়ী। গেম পরিচালনা করেন আনন্দলাল ব্যানার্জী ও অন্তরীপ। আগামী দিনেও স্কুল কলেজ গুলিতে দাবা কে ছড়িয়ে দিতে We are The Common People ও Hello Kolkata উদ্যোগে তারা সহায়তা করবেন বলে জানান।



সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ রায় ,গৌরব শিউলী প্রমুখ ,মুকাভিনয়ে দীপ মুখার্জী , নৃত্যে অনুদীপা মুখার্জী ,শ্রুতি নাটকে সুদীপ পাঠক ,কবিতা পাঠ এ স্বর্ণালী মন্ডল ,সেবা গুপ্ত স্বস্তি চ্যাটার্জী ,রাখী ব্যানার্জী রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি র ব্যবস্থাপনায় ছিলেন আশীষ বসাক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code