SSC চেয়ারম্যানকে সশরীরে হাজির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রিপোর্ট সহ এসএসসির চেয়ারম্যানকে (chairman of SSC) সশরীরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। আদালতের নির্দেশ আগামী শুক্রবার রিপোর্ট নিয়ে হাজির থাকতে হবে চেয়ারম্যানকে। বিচারপতি বলেন, আদালতের সঙ্গে খেলবেন না।
বিচারপতির মন্তব্য, 'আপনারা নিয়োগ করছেন,আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন? সব পরিকল্পিত। বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যত নিয়ে খেলছে কমিশন,'। বিচারপতি আরও বললেন, 'কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। এই আচরণের জন্য কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। সব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি সন্দেহ করছি।'
২০১১-য় প্রাথমিক টেটে প্রশ্ন ভুলের মামলার পর মামলাকারী ৮৩ জনকে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ , এই ৮৩ ছাড়াও আরও অনেককে নম্বর দিয়েছে কমিশন। কমিশনের রিপোর্টে অখুশি কোর্ট। আর তাই নতুন রিপোর্ট নিয়ে আদালতে চেয়ারম্যানকেই হাজির থাকার নির্দেশ দিলেন বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊