chaitra sale : পৌরসভার রোজগার বাড়াতে চৈত্র সেল টাউন হলে
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- বর্ধমান পৌরসভার রোজগার বাড়াতে এবার চৈত্র সেল (chaitra sale) শুরু করলো বর্ধমান টাউন হলে।এতো বছর ধরে চৈত্র সেল হতো শুধু মাত্র বর্ধমান শহরের বিসি রোডে। বিসি রোডে চৈত্র সেলে দোকান দিতেন বিসি রোডে অবস্থিত কাপড়ের ব্যবসায়ীরা। বর্তমানে শহরের ব্যবসায়ীদের কথা না ভেবে শুধু মাত্র নিজেদের রোজগার বাড়াতে শহরের পরিবর্তে চৈত্র সেল করা হলো বর্ধমান টাউন হলে।
পৌরসভার অনুমোদিত টাউনহলে চৈত্র সেলে দোকান দেওয়ার জন্য ৬হাজার টাকা করে গুনতে হবে ব্যবসায়ীদের।বর্তমানে ১৪৯ টি স্টল করা হয়েছে।৬হাজার টাকা ভাড়ার বিনিময়ে ব্যবসায়ীরা পাবে লাইট, পানীয় জল,শৌচালয় , সিকিউরিটি সুবিধা। চৈত্র সেল বিসি রোডের পরিবর্তে টাউনহলে নিয়ে যাওয়া জন্য চরম লোকসানে পরবেন বলে মনে করেন বিসিরোডের ব্যবসায়ীরা।তবে পৌরসভার রোজগারের কথা স্বীকার না করে অন্য সুর গাইলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।
চেয়ারম্যান বলেন, চৈত্র সেলে বিসি রোডের ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে বাইরে বেরিয়ে রাস্তার উপর ব্যবসা করেন।এতে পথ চলতি সাধারন মানুষের সমস্যা হয়।ঠিক মতো যাওয়া আসা করতে পারেনা। সাধারন মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
বিধায়ক খোকন দাস বলেন বিসিরোডে যারা চৈত্র সেলে ব্যবসা করতেন তারা চৈত্র সেলের পরে ও বাঁশের খাঁচা গুলো খেলেনা। বাঁশের খাঁচা খোলার জন্য তাদের বাড়ি থেকে ডেকে আনতে হতো। সাধারণ মানুষের যাওয়া আসার সমস্যা হতো। সেই কারনেই এবছর থেকে চৈত্র সেল বিসি রোডের পরিবর্তে টাউনহলে করা হয়েছে।বিধায়ক বলেন যারা বিসি রোডে চৈত্র সেলে দোকান দিতেন সেই সমস্ত ব্যবসায়িরা স্থায়ি দোকান দারদের 20 - 25 হাজার টাকা দিতেন বলে ব্যবসায়ী সূত্রে জানতে পারি। সেই টাকা আর তাদের দিতে হবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊