Ramzan : রমজান মাস উপলক্ষে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় উপহার রাজ্যের!
শুরু হয়েছে পবিত্র রমজান মাস (Ramzan)। এটি রোজার মাস। ভোররাতে সেহরি খেয়ে শুরু হয় রোজা আর সন্ধ্যার মাগরিবের আজানে ইফতার করে শেষ হয় দৈনিক রোজা। এই মাসে কম বেশী প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বীরাই রোজা রাখেন। সারাদিন রোজা রাখায় তাদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার।
রাজ্যের স্কুলের মুসলিম শিক্ষক এবং অশিক্ষাকর্মীদের জন্য বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট সময়ের আগেই মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ছুটির ঘোষনা করা হল। পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর ৩ টে ৩০ মিনিটের পরেই ছুটি নিতে পারেন।
পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০২১ সালের অগস্টে রাজ্যের অর্থ দফতরের জারি করা নির্দেশিকা মেনে জানানো হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত স্কুলের মুসলিম শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের দুপুর ৩ টে ৩০ মিনিটের মধ্যে স্কুল থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।' আরও পড়ুনঃ PAN-Aadhaar Linking : প্যান-আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো কেন্দ্র
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊