bally book fair 2023: বালী বইমেলা ২০২৩, চলবে ২রা এপ্রিল পর্যন্ত

bally book fair 2023



পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর সহযোগিতায়,বালীর বিধায়ক ডঃ রানা চাটার্জীর উদ্যোগে বালী এথেলেটইক ক্লাব ময়দানে 29 শে মার্চ থেকে "বালী বইমেলা ২০২৩" (bally book fair 2023) এর উদ্বোধন হল। চলবে ২রা এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় বর্ষে পদার্পন করল বালীর বইমেলা।

bally book fair 2023

বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামার হাটীর বিধায়ক মদন মিত্র, উত্তরপাড়া পুর প্রধান দিলীপ যাদব হাওড়া ডিএম মুক্তা আর্য এবং সিপি প্রবীণ কুমার ত্রিপাঠী এছাড়া বিধায়ক কল্যাণ ঘোষ আইএসআইয়ের ডিরেক্টর সংঘমিত্রা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। উপিস্থিত ছিলেন জীবনমুখী সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তিনি তার সুরেলা কণ্ঠে গান পরিবেশন করেছেন।

এই বইমেলায় যোগ দিয়েছে ছোট-বড় বিভিন্ন প্রকাশনী সংস্থা। রয়েছে খাবারের বেশ কয়েকটি স্টলও।

বইমেলা বাঙালিদের কাছে অনুপ্রেরণা। মেলা মানেই মিলন ক্ষেত্র, বালী বইমেলায় প্রবেশধিকার অবাধ, কোনও প্রবেশ মূল্য নেই।