Anubrata Mandal: জামিন খারিজ, হল জরিমানা, অনুব্রতর দিল্লী যাওয়ায় আর রইল না বাঁধা
পেলেন না জামিন, দিতেও হল জরিমানা। কলকাতা হাইকোর্টে আজ জামিন খারিজ হল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। পাশাপাশি ১লক্ষ টাকা জরিমানা করা হল অনুব্রতকে। দিল্লী নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাঁধাই থাকলো না। এবার তিহাড় বা দিল্লির জেলেই ঠাঁই হচ্ছে অনুব্রতর (Anubrata Mandal)। তবে ইডির হাতে আসতে হবে অনুব্রতর ফিট সার্টিফিকেট।
কলকাতা হাইকোর্টে আবেদন করলে অনুব্রতর (Anubrata Mandal) জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালত একে হ্যারাস বলে মনে করে এক লক্ষ টাকা জরিমানাও করলো। পাশাপাশি দিল্লী নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর বাধা নেই। তবে অনুব্রত মণ্ডলের ফিট সার্টিফিকেট নিতে হবে কোনো কেন্দ্রীয় চিকিৎসকের কাছে। তারপরেই দিল্লী নিয়ে যাওয়া যাবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)।
অনুব্রতর আইনজীবী সোমবার পর্যন্ত তাঁর একটা রক্ষাকবচ চাইছিলেন। কিন্তু সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি। ইডির বক্তব্য ছিল কলকাতা হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে অনুব্রত। কারণ তাঁর আইনজীবী দিল্লি হাইকোর্টে গিয়ে বলেছেন, কলকাতা হাইকোর্ট থেকে তারা মামলা প্রত্যাহার করে নেবেন। কিন্তু সেই মামলা প্রত্যাহার না করে তাঁরা সওয়াল জবাব করেন।
ইডির তরফ থেকে এদিন আদালতে বলা হয় অনুব্রতর (Anubrata Mandal) চিকিত্সার ব্যবস্থা করা হবে এইমসে। পাশাপাশি তাঁকে প্রয়োজন পড়ল এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নিয়ে যাওয়া হবে। তবে আদালত আজ নির্দেশ দেয় কলকাতায় কেন্দ্রের অধীনে থাকা হাসপাতাল অনুব্রতকে ফিট সার্টিফিকেট দিলে তবেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊